বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ০০:০০

শিশুদের প্রতি মমত্ববোধ দেখানোর শপথ নিতে হবে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর মঙ্গলবার ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে শেখ রাসেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরীর সভাপ্রধানে ও ক্যাশিয়ার গিয়াসউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী।

এ সময় তিনি বলেন, শেখ রাসেলের ‘আমি মায়ের কাছে যাবো’ এই কথাটি আজও প্রতিটি সচেতন বাঙালির হৃদয়ে বাজে। ১৫ আগস্টে ঘাতকরা সপরিবারে বঙ্গবন্ধু হত্যার সময় শিশুর রাসেলের এই কথাটিও তাদের মন টলাতে পারেনি। এমন নির্দয় মানুষদের কাছে কোনো আবেগ-অনুভূতির মূল্য ছিলো না। কী দোষ ছিল শিশু রাসেলের? ওই ছোট শিশুটিতো অবুঝ ছিলো। কিন্তু ঘাতকরা তাকেও নিজেদের শত্রু বানিয়ে বুলেটের ক্ষত-বিক্ষত করে দিলো। একবারও তাদের বুক কাঁপলো না।

তিনি বলেন, শিশুদের প্রতি মমত্ববোধ দেখানোর জন্যে আমাদের শপথ নিতে হবে। আমরা কখনোই শিশুদের উপর নিজেদের রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবো না। কখনই অভিভাবকদের সাথে দ্বন্দ্ব বা অপরাধের শাস্তি শিশুদের দিবো না। কারণ তারা এসবের সাথে জড়িত না। সে আমার সন্তান বা অন্য কারো সন্তানই হোক না কেনো, সকলের প্রতি সমাধিকার ও সহমর্মিতা দেখাতে হবে। কারণ আজকের শিশুই আগামীদিনের কর্ণধার। আজ যদি শেখ রাসেল বেঁচে থাকতো, তাহলে হয়তোবা ৫৮ বছরের একজন রাজনৈতিক অভিভাবক জাতি পেতো।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, পৌরসভার সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, আবুল হাশেম, জাকির হোসেন গাজী, উচ্চমান সহকারী পলি বেগম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়