প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ০০:০০
স্টাফ রিপোর্টার ॥
১৮ অক্টোবর সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাডঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া এ শ্রদ্ধা জানান।