প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ০০:০০
গত ১৭ অক্টোবর সোমবার সকাল ১০টায় চাঁদপুর শহরের আলিমপাড়াস্থ লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চাঁদপুর রোটারী ক্লাবের আয়োজনে স্কুলগামী শিক্ষার্থীদের বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। এতে প্রায় চারশ’ শিক্ষার্থীকে সেবা দেয়া হয়। ক্লাবের সেক্রেটারি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় ও সভাপতি রোটাঃ খোরশেদ আলম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ জনাব কাজী শাহাদাত এবং চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন চক্ষু হাসপাতালের কর্মকর্তা রোটাঃ সঞ্জয় অধিকারী ও রোটাঃ সাইফুল ইসলাম। দৃষ্টিশক্তি পরীক্ষণে সহযোগিতা করেন চক্ষু হাসপাতালের সিনিয়র প্যারামেডিকবৃন্দ।
কর্মসূচিতে অংশগ্রহণকারী অতিথিদের প্রত্যেকেই শিক্ষার্থীদের বছরে কমপক্ষে একবার দৃষ্টিশক্তি পরীক্ষণের ওপর জোর দেন। জিকিৎসকগণ রাতকানা রোগ প্রতিরোধে বেশি বেশি রঙিন শাকসবজি আহারের ওপর গুরুত্ব আরোপ করেন। সভাপতি তাঁর বক্তব্যে স্কুল ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের মোবাইলে আসক্ত না হতে উদ্বুদ্ধ করেন।