বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ০০:০০

আশঙ্কার জায়গায়ই তিনি বিপুল ভোটে জয়ী হলেন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারীর এবং তাঁর নির্বাচনী নীতি নির্ধারণীদের আশঙ্কা ছিল চাঁদপুর-৩ নির্বাচনী এলাকা তথা চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ভোট নিয়ে। অথচ দেখা গেলো এই দুই উপজেলার ভোটই তাঁকে শেষ পর্যন্ত জিতিয়েছে। ২১৬ ভোটে যে তিনি জয়লাভ করেছেন, সেটা চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় অনেক বড় ব্যবধানে জয়ী হওয়াটাই বড় নিয়ামক। এই দুই উপজেলায় মোট ভোট হচ্ছে ২৮৩। এর মধ্যে আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী পেয়েছেন ২২৯ ভোট, আর জাকির হোসেন প্রধানীয়া পেয়েছেন মাত্র ৫৪ ভোট। ভোটের এই হিসেবেই বুঝা যায় ওচমান পাটওয়ারীর জয়লাভের পেছনে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ভোট। আর মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ওচমান পাটওয়ারী জয় পেলেও ভোটের ব্যবধান ছিল খুবই কম। এছাড়া হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ওচমান পাটওয়ারী হেরেছেন। ভোটের এই হিসেব চাঁদপুরে আওয়ামী রাজনীতিতে নূতন মেরুকরণ হতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়