প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ০০:০০
র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুরে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ৭টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ভিআইপি প্যাভিলিয়নের সামনে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখান থেকে একটি র্যালি বের হয়।
এছাড়া শেখ রাসেল দিবস উপলক্ষে পালিত কর্মসূচিগুলো হলো : সকাল ১০টায় জাতীয় পর্যায়ের শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে প্রদর্শন, সকাল ১১টায় ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ শীর্ষক আলোচনা, সকাল ১২টায় শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, দোয়া ও প্রার্থনা এবং সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন।
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপ্রধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ডাঃ বদরুন নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।