বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে তিনি ২ ভোট পেয়েই আনন্দে হাসছেন
এমকে মানিক পাঠান ॥

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ৩নং ওয়ার্ডে (ফরিদগঞ্জ) সদস্য পদে প্রার্থী ছিলেন তিনি। মোট ২শ’ ১১ ভোটের মধ্যে ভোট পেয়েছেন মাত্র ২টি। ঘুড়ি প্রতীক নিয়ে এই ২ ভোট পেয়েই তিনি বিজয়ের চিহ্ন দেখিয়ে তৃপ্তির হাসি দিয়ে তোলা ছবি নিজের ফেসবুক আইডিতে আপলোড করেছেন। ২টি ভোট পাওয়া এই প্রার্থীর নাম হচ্ছে মিজানুর রহমান সজিব। তার গ্রামের বাড়ি গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, মিজানুর রহমান সজিব নির্বাচনে বিজয়ের কোনো সম্ভাবনা না থাকলেও তিনি ভোট চেয়েই ঘুরে বেড়িয়েছেন। এ ওয়ার্ডে তিনিসহ প্রার্থী ছিলেন মোট ৪ জন। বাকি ৩ প্রার্থী ছিলেন প্রভাবশালী।

নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে সজিব তার নিজস্ব ফেসবুক আইডিতে ফুলের মালা গলায় দিয়ে ভি চিহ্নিত ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ নির্ভেজাল পুরস্কার’।

এ প্রসঙ্গে মিজানুর রহমান সজিব গতকাল রাতে এ প্রতিনিধিকে বলেছেন, ভাই টাকা দেয়া ছাড়া ২ ভোট পেয়েছি। এই আনন্দে আমি ‘ভি’ চিহ্ন দেখিয়ে ছবি তুলে আমার ফেসবুক আইডিতে আপলোড করে স্বস্তিতে আছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়