প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ৫জন প্রার্থী শূন্য ভোট পেয়েছেন। অর্থাৎ তারা কোনো ভোটই পাননি। এ নির্বাচনে বিধি অনুযায়ী প্রার্থীদের কোনো ভোট না থাকায় তাদের ভাগ্যে এ শূন্য ভোটের তকমা জুটেছে। এরা হলেন : সাধারণ ১নং ওয়ার্ডে মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী (অটোরিকশা), ৪নং ওয়ার্ডে মোঃ বাদল ফরাজি (হাতী), ৬নং ওয়ার্ডে বিল্লাল হোসেন (বৈদ্যুতিক পাখা) ও সামছুল হক (উটপাখি) এবং ৮নং ওয়ার্ডে মোঃ মনির হোসেন (টিউবওয়েল)।
উল্লেখ্য, ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ ৮টি ওয়ার্ডে সদস্য পদে ৩৫ জন।