বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ০০:০০

হাজীগঞ্জে বিজয়ী আর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
কামরুজ্জামান টুটুল ॥

সোমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ড তথা হাজীগঞ্জে স্থাপিত ভোট কেন্দ্রের বাইরে সদস্য পদে বিজয়ী আর নিকটতম প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর টিউবওয়েল প্রতীকের বিজয়ী প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী হাজী জসিম উদ্দিনের সমর্থকদের মাধ্যে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩/৪ সমর্থকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খোঁজ নিয়ে ও সরজমিনে দেখা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে ফলাফল ঘোষণা করার পর সদস্য পদে বিজয়ী টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন তার সমর্থকদের নিয়ে উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা গেইটে (কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক) আসেন। তার সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজনসহ দলীয় নেতৃবৃন্দ। অপর দিকে উপজেলা গেইটের বিপরীত পাশে প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী হাজী জসিম উদ্দিনের সমর্থকরা দাঁড়ানো ছিলো। এ সময় বিজয়ী প্রার্থীর সমর্থকরা শ্লোগান দিতে থাকলে দুই পক্ষের সমর্থকদের মাঝে তাৎক্ষণিক উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শুকুর আলম গাজীসহ অন্য নেতৃবৃন্দ। এরই মধ্যে কে বা কারা বিজয়ী প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেনের সমর্থকদের দিকে একটি ইটের টুকরো ছুড়ে মারলে দুই পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৩/৪জন সমর্থক আহত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দসহ হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ফলাফল ঘোষণার পর সদস্য পদে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, সোমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে হাজীগঞ্জ উপজেলা থেকে ৩জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী হাজী জসিম উদ্দিন ৭৭ ভোট এবং হাতী প্রতীকের প্রার্থী মোঃ আব্দুর রব মিয়া ১১ ভোট পেয়েছেন। একই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়