বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ০০:০০

বিসিবি কাউন্সিলর কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হতে চায় শাহরাস্তি ক্রিকেট একাডেমী
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে দল গঠন করে মাঠে নামে শাহরাস্তি ক্রিকেট একাডেমী। চাঁদপুরের ক্রীড়াঙ্গনের ইতিহাসে জেলার বাইরের বেশ ক’টি ক্রিকেট একাডেমী ও জেলা দলসহ সবচে’ ব্যয়বহুল টুর্নামেন্টের আয়োজন করেছে চাঁদপুর জেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। টুর্নামেন্টে অংশ নেয় ৩২টি দল। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দৈনিক চাঁদপুর কণ্ঠ, ফোকাস মোহনা, স্টার লাইভ ও চাঁদপুর বার্তা। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় শাহরাস্তি ক্রিকেট একাডেমী। তারা চট্টগ্রামের সন্দ্বীপ ক্রিকেট একাডেমীর সাথে ৭ উইকেটে জয়লাভ করে। টুর্নামেন্টের শুরু থেকে এককভাবে এ দলটিকে সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী মীর রিনাজ।

চাঁদপুর কণ্ঠের এ প্রতিবেদক শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা ও অধিনায়ক, ঢাকার প্রথম বিভাগের ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠুর সাথে এ টুর্নামেন্টের খেলা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, চলতি বছর চাঁদপুর স্টেডিয়ামে দুটি খেলায় অংশ নেয় শাহরাস্তি উপজেলা দল। এর মধ্যে একটি হচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট এবং অপরটি বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। যদিও জেলা প্রশাসক কাপ ফুটবলের সেমি-ফাইনালে চাঁদপুর সদরের কাছে শাহরাস্তি দল হেরে যায়। শাহরাস্তি উপজেলাবাসীর ফুটবলের দুঃখ ভোলার জন্য আমরা চাই বিগ বাজেটের ক্রিকেট লীগে আমাদের একাডেমীটিকে চ্যাম্পিয়ন করতে। তিনি শত প্রতিকূলতার মাঝে বিভিন্ন স্পন্সরের আর্থিক দুরবস্থা থাকা সত্ত্বেও এককভাবে চেষ্টা করছেন একাডেমীটিকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে। এ টুর্নামেন্টে ভালো করার জন্যে এলাকার কয়েকজনের সহযোগিতা নিয়ে তার দল অংশ নেয়। টুর্নামেন্টের খেলার শুরুতে মীর রফিকুল ইসলাম ফাউন্ডেশন এককভাবে সহযোগিতা করেছে। এরপর সহযোগিতা করে মেসার্স ইকবাল ট্রেডিং কর্পোরেশন, সিফাত ট্রেডিং এন্ড কোং, আল মদিনা ব্রিকস ও নিউ আল মদিনা ব্রিকস এবং আমির হোসেন ফাউন্ডেশন। এছাড়াও ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও একাডেমীর উপদেষ্টা হুমায়ন কবির ভূঁইয়া, একাডেমীর উপদেষ্টা মেসকাত হোসেন বিটু, মোঃ সুমন, কামরুল ইসলাম লিটন, হাজী মিজানুর রহমান, আলী হোসেন মন্টু, মনির হোসেন, আলী আকবর হোসেন ও একাডেমীর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী।

সাদ্দাম হোসেন মিঠু জানান, আমাদের শাহরাস্তি উপজেলার অনেকেই খেলাধুলার সাথে জড়িত রয়েছেন। এছাড়া আমাদের উপজেলার অনেকেই দেশের বাইরে বিভিন্ন ভালো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। সকলেই যদি এই একাডেমীর প্রতি একটু ভালোভাবে নজর দেয় তাহলে জেলা ও জেলার বাইরে যে কোনো টুর্নামেন্টে আমাদের একাডেমীটি ভালো করবে। আমরা চাই জেলা পর্যায়ের বড় এ টুর্নামেন্টে ভালো কিছু করতে। তিনি জানান, তারা প্রথম ম্যাচে চট্টগ্রাম সন্দ¦ীপ ক্রিকেট একাডেমীর সাথে ৭ উইকেটে জয়লাভ করে এবং পরের ম্যাচে ঢাকা টাইটান্সের সাথে ১১৫ রানে জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে আমাদের প্রতিপক্ষ দল হচ্ছে কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম। আমাদের দলের হয়ে খেলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শামছুর রহমান শুভ, কাজী অনিক ইসলাম, মেহেরাব হোসেন জোসি, তোফায়েল শাকিল, কফিল উদ্দিন, সাঈদ সরকার, আরিফ হোসেনসহ অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের সাবেক অনেক তারকা ক্রিকেটার। শাহরাস্তি বড় কোনো ইভেন্টে এ পর্যন্ত ভালো কিছু করতে না পারলেও এবারের টুর্নামেন্টে সকলের দোয়া নিয়ে ভালো কিছু করতে চায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়