প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলাধীন হরিণা নৌফাঁড়ি পুলিশ কর্তৃক সলেমান দর্জি (৪০) নামের এক জেলেকে আটক করাকে কেন্দ্র করে নৌ পুলিশের সাথে স্থানীয় জেলে ও এলাকাবাসীর উত্তেজনার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনসহ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে।
১৭ অক্টোবর সোমবার দুপুরে মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ওই জেলেকে আটক করে নৌফাঁড়ির পুলিশ। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসার সময় উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় জেলেরা। তারা আসামীকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে।
হরিণাঘাট নৌপুলিশ সূত্র জানায়, সোলেমান দর্জি ছাড়াও সফিক হাওলাদার (৩২) ও মোঃ সোহাগ খান (২৪) নামের আরও দুইজনকে এ ঘটনায় আটক করা হয়।
এদিকে হরিণাঘাট নৌপুলিশ ফাঁড়ি ঘেরাও নিয়ে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, দাদনের ৫ লাখ টাকা নিয়ে ট্রলার চালক সোলেমান এলাকাতে আসার সময় তার থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় হরিণাঘাট নৌপুলিশ। শুধু তাই নয়, তাকে ব্যাপক মারধরও করা হয়েছে। এর সাথে নিরাপরাধ দোকানদার সোহাগসহ আরও একজনকে জেলে সাজিয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নৌপুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে হরিণাঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকালে ইলিশ মাছসহ ১ জেলেকে আটক করি। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসার সময় স্থানীয়রা ফাঁড়ি ঘেরাও করে হামলা চালিয়েছে। আমরা ২ রাউন্ড গুলি ছুড়েছি। ৫ লক্ষ টাকার কথা নেয়ার কথাটি তিনি জানেন না বলে মন্তব্য করেন।