প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯তম জন্মদিবস উপলক্ষে দুস্থ অসহায় নারী পুরুষকে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ ও সমাজকল্যাণ সংস্থার সহায়তায় গতকাল ১৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দী এসব সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীতে অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এর মধ্যে পৃথিবীর জঘন্যতম নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড হলো ছোট্ট শিশু শেখ রাসেল হত্যাকাণ্ড। সেদিন তারা শেখ রাসেলসহ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ভাগ্যক্রমে বেঁচে যায় আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাঁর ছোটবোন শেখ রেহানা। আজ যখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন আলোকিত বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা বেঁচে থাকতে কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধুর সোনার বাংলায় বাস্তবায়ন হবে না। আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী এক এবং অভিন্ন থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীন বাংলাদেশ গড়ারই স্বপ্ন দেখেন নি, তিনি দেখেছেন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করছেন। আজ নারীদেরকে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন প্রকার সহায়তা প্রদান করা হচ্ছে। দেশের এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপ্রধানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, দপ্তর সম্পাদক মোঃ শাহআলম মিয়া, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ দেবাশীষ কর মধু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম।
অনুষ্ঠান চলাকালীন সদ্য সম্পন্ন হওয়া চাঁদপুর জেলা পরিষদের বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী জেলা আওয়ামী লীগ অফিসে আসলে তাঁকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী এবং জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালসহ দলীয় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এ বিজয় তিনি শেখ রাসেলের নামে উৎসর্গ করেন।
সেলাই মেশিন বিতরণকালীন জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের প্রচুর নেতা-কর্মীর উপস্থিতি পরিলক্ষিত হয়।