প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দীর সাথে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন।
গতকাল রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে সুজিত রায় নন্দীর বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি, সদর উপজেলাধীন ৮নং বাগাদী ইউপি চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব বেলায়েত হোসেন বিল্লালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও ২নং বালিথুবা ইউপি চেয়ারম্যান এইচএম হারুনুর রশীদ, কেন্দ্রীয় সদস্য ও ৯নং গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান হাজী শাহআলম শেখ, ৬নং খাজুরিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল, ১৫নং রূপসা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, ৫নং গুপ্টি ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, ৩নং সুবিদপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রমুখ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্মণ্ডসাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, অ্যাডঃ জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মিজি, দপ্তর সম্পাদ শাহ আলম মিজি, চাঁদপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ দেবাশীষ কর মধু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন, বর্তমান সহ-সভাপতি অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন লালু।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুর রহমান গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল গাজী সিটু, যুবলীগ নেতা গাজী শাহাদাতসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।