প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ০০:০০
গতকাল ১৬ অক্টোবর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেনের নেতৃত্বে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ ঢাকা কনফেশনারী এবং শহরের কালীবাড়ী মোড়স্থ ঢাকা হোটেল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ঢাকা কনফেকশনারী (ডিসি ফুড)কে ২০ হাজার টাকা এবং ঢাকা হোটেলকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং পাশাপাশি ১৫টির অধিক প্রতিষ্ঠানকে বিভিন্ন কারণে সতর্ক করা হয়।