বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ০০:০০

কচুয়ায় রাতের আঁধারে সরকারি রাস্তার গাছ কেটে আত্মসাতের চেষ্টা
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া উপজেলার খিড্ডা-তেতৈয়া সরকারি রাস্তার ওপর বন বিভাগের বনায়নকৃত দুটি বড় আকৃতির রেইনট্রি গাছ কেটে আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ উঠেছে। খিড্ডা গ্রামের তালুকদার বাড়ির আমির হোসেন এ দুটি রেইনট্রি গাছ কেটে গত ৭ অক্টোবর রাতে ওই গ্রামের স্থানীয় একটি স’মিলে চিরানোর জন্যে নিয়ে যান। লোকজনরা বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইনকে অবগত করালে তিনি তাৎক্ষণিক স’মিলে ছুটে গিয়ে চিরানোর কাজ বন্ধ রাখেন। তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সরেজমিনে এসে গাছ কাটার বিষয়ে সিদ্ধান্ত দেয়া না পর্যন্ত গাছ চিরানো বন্ধ রাখার নির্দেশ দেন। পরবর্তীতে খবর পেয়ে ১৪ অক্টোবর বন বিভাগের চাঁদপুরের জেলা কর্মকর্তা তাজুল ইসলাম ঘটনাস্থলে এসে গাছগুলো জব্দ করেন।

আমির হোসেন তালুকদার সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে গাছ দুটি তার পিতার লাগানো, তাই তিনি গাছগুলো নিজের বলে দাবি করে বলেন, আমি অবৈধভাবে কোনো গাছ কাটিনি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন জানান, গাছগুলো বন বিভাগের। এলাকার এক প্রভাবশালী স্বার্থান্বেষী ব্যক্তি গাছগুলো কেটে নিয়ে যাওয়ার জন্য আমির হোসেন তালুকদারকে প্ররোচিত করে। তারা আমির হোসেনসহ প্ররোচনা প্রদানকারীকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানান।

চাঁদপুর জেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, কেটে নেয়া গাছগুলো বন বিভাগের। এগুলো জব্দ করা হয়েছে। গাছগুলো কচুয়া উপজেলা বন বিভাগের কার্যালয়ে নিয়ে আনার ও গাছ কাটা ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়