প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চাঁদপুরের দুজন শিক্ষিকাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এঁরা হচ্ছেন ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের প্রভাষক মার্জিহা রুহি ও কোড়ালিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নূরজাহান সেতু। তাদের দুজনকেই উত্তরীয়, ফুলেল শুভেচ্ছা এবং উপহারের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা জানানো হয়।
সম্মাননা পেয়ে শিক্ষক্ষদ্বয় বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষার্থীদের গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। একজন শিক্ষক হিসেবে আমাদেরকে ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে যে সম্মাননা প্রদান করা হয়েছে তার জন্যে ক্লাবের সদস্যদের অনেক ধন্যবাদ। আমরাও এই ক্লাবের সদস্য। ক্লাবটির জন্য শুভ কামনা থাকবে সব সময়।
ক্লাবের সভাপতি মাহমুদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট ফাতেমা হোসেন লাভলী, ক্লাবের সাবেক সভাপতি মুক্তা পীযূষ, তাসলিমা সুলতানা মুন্নী, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার ও মিতু আক্তার, আইএসও আফরোজা পারভীন, কোষাধ্যক্ষ মারিয়া শারমিন মিথিলা, এডিটর নাছরিন আক্তার নওশীন, সদস্য অধ্যাপিকা ফাহমিদা খান ও রুবিনা মরিয়ম।