বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ০০:০০

চাঁদপুর আজ খেলবে স্বাগতিক দলসহ খাগড়াছড়ির সাথে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে আন্তঃজেলা হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২২। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল দল এতে অংশগ্রহণ করে। আজ ১৭ অক্টোবর সোমবার চাঁদপুর খেলবে স্বাগতিক চট্টগ্রাম ও খাগড়াছড়ির সাথে।

চট্টগ্রাম সাগরিকা মহিলা কমপ্লেক্সের এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে বলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। কাল মঙ্গলবার চাঁদপুরের দলটি খেলবে ফেনী জেলা দলের সাথে।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড়ররা হলো : পলক, শরীফ জমাদার, শরীফ পাটওয়ারী, তাজুল খান, সাইমুল, রাকিবুল, মাজহারুল, ইউনুছ খান, ফরহাদ, বাদল, সিফাত ও শান্তি কুমার ত্রিপুরা। কোচ আবুল কাশেম সায়মন ও টিম ম্যানেজার ক্রীড়া সংগঠক ও শিক্ষক সালেহ।

গতকাল রোববার দুপুরে দলটি চট্টগ্রাম উদ্দেশ্যে রওয়ানা করে। তাদেরকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও কোষাধ্যক্ষ আবু নাসের বাচ্চু পাটওয়ারী বিদায় জানান। সন্ধ্যায় তারা চট্টগ্রাম পৌঁছেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়