বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জের কড়ৈতলীতে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কড়ৈতলী উদয়ন ক্লাব স্থানীয় খেলার মাঠ রক্ষা ও সংস্কারের দাবিতে খেলোয়াড় ও এলাকাবাসী মানববন্ধন করেছে। রোববার (১৬ অক্টোবর) বিকেলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বসুন্ধরা কিংসের খেলোয়াড় রেজাউল করিম রেজা, ৮নং ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বল পাটওয়ারী, কড়ৈতলী উদয়ন যুব সংঘের সভাপতি আশিক পাটওয়ারী, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন দুর্জয়, সহ-সভাপতি আলমগীর হোসেন মিয়া, সাবেক সহ-সভাপতি তাফাজ্জল হোসেন পাটওয়ারী, সদস্য শাহআলম দর্জি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল পাটওয়ারী ও প্রবাসী রাহুল মিয়া। খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াছিন, পরান, ফয়সাল, শরিফ, নিলয় চন্দ্র ও আমান।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রেজাউল করিম রেজা বলেন, আমি কড়ৈতলী উদয়ন যুব সংঘের এই মাঠে খেলেই আজ এ পর্যন্ত পৌঁছেছি। কিন্তু পাশের বাবুর দিঘিতে ইতোমধ্যেই মাঠের অন্তত ২০/২৫ ফুট জায়গা বিলীন হয়ে গেছে। যানবাহন চলায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে মাঠটি। গত একমাসে একটি খেলাও হয়নি মাঠে। আজ তাই মানববন্ধনের সাথে সাথে মাঠ রক্ষা ও সংস্কারের দাবিতে জরাজীর্ণ মাঠে আমরা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি।

ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বল পাটওয়ারী বলেন, ইতিপূর্বে খেলার মাঠে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের চেষ্টা হয়েছে। আমরা নিজেরা দুই শতক জমি কিনে দিয়ে খেলার মাঠ রক্ষা করেছি। তারপরও কর্তৃপক্ষ ভূমি অফিসের দেয়াল মাঠের মধ্যে করেছে। এতে মাঠটি সঙ্কুচিত হয়ে গেছে। বাবুর দিঘিতে মাঠের ১৫/১৬ হাত বিলীন হয়ে গেছে। ইতোমধ্যেই এই মাঠের পাশ দিয়ে রাস্তা হওয়ার জন্য আইডি হয়েছে। আমাদের দাবি, মাঠ রক্ষার স্বার্থে দিঘিতে বিলীন হওয়া মাঠের অংশ ভরাট করে সেখান দিয়ে রাস্তা হোক। একই সাথে মাঠটি খেলার উপযোগী করা হোক।

মানববন্ধনে কয়েকশ’ এলাকাবাসী ও স্থানীয় খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন। প্রীতি ফুটবল ম্যাচে কড়ৈতলী উদয়ন যুব সংঘ ১-০ গোলে ফরিদগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়