বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ০০:০০

সাধারণ ১নং ওয়ার্ডে লিজন পাটওয়ারীকে সমর্থন দিলো আওয়ামী লীগ
অনলাইন ডেস্ক

আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ১নং ওয়ার্ডে (সদর উপজেলা) সদস্য পদে প্রার্থী আবুল বারাকাত লিজন পাটওয়ারীকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজির পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় জেলা আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-প্রচার সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন প্রমুখ। সভায় সার্বিক দিক পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজি।

সভায় লিজন পাটওয়ারীর প্রতি সদর উপজেলার যে সব ভোটার তথা জনপ্রতিনিধি রয়েছেন সকলকে সমর্থন জানানোর অনুরোধ জানানো হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য এবং বর্তমান নির্বাচনে সদস্য প্রার্থী মুকবুল হোসেন মিয়াজি। তিনি এ সভার সিদ্ধান্ত অনুযায়ী লিজন পাটওয়ারীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

উল্লেখ্য, আবুল বারাকাত লিজন পাটওয়ারী হচ্ছেন চাঁদপুর শহর আওয়ামী লীগের দীর্ঘ সময়ের সাধারণ সম্পাদক মরহুম লুৎফর রহমান পাটওয়ারীর জ্যেষ্ঠ সন্তান। তার মা খোদেজা বেগম ছিলেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং বিগত জেলা পরিষদের মহিলা সদস্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়