বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ০০:০০

আগামী ২২ অক্টোবর সকাল-সন্ধ্যা অনশন সফল করার আহ্বান
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা কমিটির বর্ধিত সভা গতকাল ১৪ অক্টোবর শুক্রবার বিকেলে চাঁদপুর অযাচক আশ্রম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জোর দাবি জানানো হয়। জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতিতে বক্তাগণ বলেন, সময়ের প্রয়োজনে ১৯৮৮ সালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি আদায়ের লক্ষ্যে। কোনো সম্প্রদায়ের প্রতি অশ্রদ্ধা করার জন্য নয়। আমরা সকল সময়ই সরকারের প্রতি অনুগত থাকলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার হচ্ছি, যা আমাদেরকে ভীষণভাবে ব্যথিত করে। তারা বলেন, সরকার নির্বাচনকালীন সংখ্যালঘু সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে তা পূরণের অঙ্গীকার করলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেননি। বরং আমরা বিভিন্নভাবে বৈষম্যর শিকার হয়েছি। আমরা তা থেকে পরিত্রাণ চাই। তাই ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২২ অক্টোবর শনিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা অনশন অনুষ্ঠিত হবে। আমরা কেন্দ্রীয় কমিটির কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলায়ও গণঅনশন কর্মসূচি পালন করবো। নেতৃবৃন্দ অস্তিত্ব রক্ষার দাবিতে গণঅনশন সফল করার জন্যে সকলের প্রতি অনুরোধ জানান।

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরীর সঞ্চালনায় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র রায়, অ্যাডঃ দেবাশীষ কর মধু, তপন সরকার, সুশীল সাহা, লক্ষ্মণ চন্দ্র সুত্রধর, ডাঃ পরেশ চন্দ্র পাল, জয়রাম রায়, সত্যব্রত ভদ্র মিঠুন, দুলাল দাস, শ্যামল চন্দ্র দাস, বিপ্লব কুমার চক্রবর্তী, লক্ষ্মণ চন্দ্র সাহা, গৌতম ঘোষ, গৌতম কুমার পোদ্দার, তপন কুমার দে, গণেশ ভৌমিক, কমল চক্রবর্তী, অজয় কৃষ্ণ মজুমদার, ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি অপু কুমার বিশ্বাস প্রমুখ।

৭ দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়