প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ০০:০০
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এবং সম্মেলন কক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন পিপিএম সহ চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাশেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।