প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ০০:০০
কচুয়ায় ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে আশ্রাফপুর ইউনিয়নের মতুরাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিন্টু কুমার ধর, মোশারফ হোসেন, হাবিবুর রহমান, এএসআই আনোয়ার হোসেন, এনাম সিদ্দিকী, দিদারুল আলম ও রামু রায় অভিযান পরিচালনা করে মতুরাপুর গ্রামের বিল্লালের চায়ের দোকানের ভেতর থেকে জুয়া খেলাবস্থায় প্লেইনকার্ড ও নগদ ২৬ হাজার ৯শ’ ৮৫ টাকাসহ তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে : মতুরাপুর গ্রামের সাদ্দাম হোসেন, ইয়াকুব আলী, মনির হোসেন, আলম, সাগর হোসেন, মোঃ টিপু সুলতান, মুহাম্মদ আলী, বাবুল মিয়া, আব্দুর রহমান ও বিল্লাল হোসেন। গ্রেফতারকৃতদের শুক্রবার জুয়া আইনে মামলা দায়ের করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।