বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ০০:০০

ইলিয়াস কাঞ্চন চাঁদপুরে আসছেন আজ
স্টাফ রিপোর্টার ॥

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে পৃথক দুটি সমাবেশে যোগ দিতে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চাঁদপুরে আসছেন। আজ শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ড ও বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবে সমাবেশ দুটি অনুষ্ঠিত হবে।

সকালে যানবাহনের শ্রমিক, চালক ও মালিকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব ও লেখক হোসেন আব্দুল মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), নিরাপদ সড়ক চাই জেলা কমিটির উপদেষ্টা নাছির উদ্দিন আহমেদ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুজ্জোহা ও নিরাপদ সড়ক চাই সংগঠনের মহাসচিব লিটন এরশাদ।

বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সিনিয়র সচিব ও কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন। এছাড়া ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করবেন বলে নিশ্চিত করেছেন সংগঠনের জেলা শাখার সভাপতি এমএ লতিফ।

দুটি সমাবেশে চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল সবাইকে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়