প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ০০:০০
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ চাঁদপুর আসছেন। তিনি ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল ৭টায় তিনি জাতীয় সংসদ ভবন এলাকাস্থ নিজ বাসভবন থেকে সড়কযোগে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল পৌনে দশটায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হয়ে তিনি চাঁদপুর সরকারি কলেজে ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। বেলা ১১টায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
মাননীয় স্পীকারের একান্ত সচিব (যুগ্ম সচিব) এম. এ. কামাল বিল্লাহ্ স্বাক্ষরিত সফরসূচি সূত্রে এ তথ্য জানা যায়।