বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি লোগো ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার ॥

‘ঐতিহ্যের উৎকর্ষে উল্লাসে’ চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি ও পুনর্মিলনী-২০২২ উদযাপনের লক্ষ্যে লোগো উন্মোচন এবং রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

১৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধক ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর সরকারি কলেজে এসে পৌঁছলে ৭৫ বছরপূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ ও সদস্য সচিব চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ কলেজের প্রাক্তন ছাত্ররা উৎসবমুখর পরিবেশে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে সকলকে স্বাগত জানিয়ে বলেন, আমি গর্ববোধ করি আমার গর্ভধারিণী মা এই কলেজের প্রাক্তন ছাত্রী ছিলেন। প্রখ্যাত নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির জনক বঙ্গবন্ধুসহ দেশের খ্যাতমান ব্যক্তিদের পদচারণা হয়েছে এ কলেজে। কলেজের অনেক ছাত্র-ছাত্রী আজ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের সুনাম বয়ে আনছেন। আমি আশা করবো কলেজের উন্নত শিক্ষাব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি উদ্বোধনী পর্বে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আরো বলেন, যার উদ্বোধনী পর্ব এতো সুন্দর ও ব্যাপক, তার মূল অনুষ্ঠান যে আরো সুন্দর ও জমকালো হবে তা বলার অপেক্ষা রাখে না। তিনি ঐতিহ্যের উৎকর্ষে উল্লাসে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উৎসবমুখর পরিবেশে হৃদ্যতা নিয়ে প্রধান অতিথির সাথে ফটোসেশন করেন। কলেজ অধ্যক্ষ ও বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর অসিত বরণ দাশের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন ৭৫ বছরপূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।

উদ্বোধনী অনুষ্ঠানে পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারকে রেজিস্ট্রেশন উপ-কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক নাজির উল্লাহ মজুমদারকে দায়িত্ব দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, কলেজের উপাধ্যক্ষ আবুল খায়ের সরকার, প্রাক্তন ছাত্র সফিউদ্দিন আহম্মেদ, অজয় কুমার ভৌমিক, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, মহসীন পাঠান, রাধা গোবিন্দ গোপ, তমাল কুমার ঘোষ, অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, আবু নাছের বাচ্চু পাটওয়ারী, অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, আজিজ খান বাদল, শাহেদুল হক মোর্শেদ, শেখ মঞ্জুরুল কাদের সোহেল, খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, উজ্জ্বল হোসাইন, ইবনে আজম সাবির, মুহম্মদ ফরিদ হাসান জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।

পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা আর তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য ১ হাজার টাকা ধার্য করা হয়েছে।

উদ্বোধনী পর্বটি ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি উপেক্ষা করে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়