বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০০:০০

ইউসুফ গাজীর বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিলো হাইকোর্ট
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

যে মামলার কারণে ইউসুফ গাজীর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা বাতিল হয়েছে, সে মামলা খারিজ করে দিয়েছে মহামান্য হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার মহামান্য হাইকোর্টের ডিভিশন তাঁর বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দেন। ইউসুফ গাজী নিজে এই তথ্য নিশ্চিত করেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী চাঁদপুর কণ্ঠকে জানান, খুলনা আদালতে আমার বিরুদ্ধে যে মামলাটি ছিল সে মামলাটি আজকে মহামান্য হাইকোর্ট ডিসমিস করে দিয়েছে। আমি মামলা থেকে সম্পূর্ণ রেহাই পেলাম। তিনি ক্ষোভ এবং বিস্ময় প্রকাশ করে বলেন, মানুষ কতটা প্রতিহিংসাপরায়ণ হতে পারে তা আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই মামলায় প্রতিপক্ষ হয়ে দেখিয়ে দিলেন। অথচ তিনি এই মামলার প্রতিপক্ষ নন।

উল্লেখ্য, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পান মোঃ ইউসুফ গাজী। কিন্তু খুলনার একটি আদালতে ব্যবসার আর্থিক একটা লেনদেন সংক্রান্ত মামলায় ইতিপূর্বে তাঁর সাজা হওয়ায় বাছাইতে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জেল হাজতে পাঠায়। ক’দিন কারাবরণের পর তিনি জামিনে মুক্ত হন। এরপর ক’দিন পর গতকাল সে মামলাটিও উচ্চ আদালত থেকে ডিসমিস করে দেয়া হয়। এদিকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইউসুফ গাজী যথাসময়ে আপীল করলে সে আপীল খারিজ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়