প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর (বুধবার) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৬তম এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক বলেন, ভবিষ্যতে আজীবন সদস্য ও সাধারণ সদস্য করার জন্যে ফি পুনঃনির্ধারণ করা যায়। পুনঃনির্ধারিত ফিতে সদস্য করে সমিতির সদস্য সংখ্যা বাড়াতে হবে। সভায় ২ জন মুক্তিপ্রাপ্ত কয়েদির পুনর্বাসনের জন্যে একজনকে লন্ড্রি দোকান ও অন্য একজনকে একটি ভ্যান দেয়া হবে। সমিতির মাধ্যমে এমন কয়েদিদের পুনর্বাসন করার ধারা অব্যাহত রাখতে হবে।
চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেল সুপার গোলাম দস্তগীর, কোষাধ্যক্ষ ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সদস্য ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সদস্য ও শাহরাস্তি পৌরসভার নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখ, চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজ, সদস্য মোঃ সেলিম পাটওয়ারী, সদস্য ওমর ফারুক, সদস্য সালাহউদ্দিনসহ অন্যরা। সভায় গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।