বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০০:০০

শেখ হাসিনা আমাদেরকে একজন যোগ্য পৌর পিতা দিয়েছেন
গোলাম মোস্তফা ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, সংস্কৃতি এবং রাজনীতি এ দুটি একে অপরের হাতে হাত ধরে একসাথে চলে। আর এটির দুটিই সঠিক পথে একসাথে চললে সেখানে সঠিক ফলাফল পাওয়া যায় এবং বিজয়ী হওয়া যায়। যেমনটির সঠিক ফলাফল বাঙালি জাতি পেয়েছিলো মহান স্বাধীনতা সংগ্রামে। তিনি বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে রাজনীতি এবং সংস্কৃতি এই দুটি একসাথে একমনে একসঙ্গে চলার কারণে সেদিন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলো। ফলে আমাদের বিজয় ত্বরান্বিত হয় এবং বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা ও স্বাধীন ভূ-খণ্ড পেয়েছিলাম।

তিনি আরো বলেন, আমাদের সংস্কৃতির ঐতিহ্য হাজারো বছরের। এই ঐতিহ্যকে মুছে ফেলার জন্য পাকিস্তানিরা সর্বপ্রথম আমাদের সংস্কৃতির উপর আঘাত করেছিলো।

দীপু মনি বলেন, চাঁদপুর পৌরসভার ১২৫ বছরপূর্তি উপলক্ষে এ পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যারা নেতৃত্ব দিয়ে সেবামূলক এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে আজকের অবস্থানে এনেছেন, সেই সকল নেতৃত্বের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। এই পৌরসভার পৌর পিতা যিনি হবেন তিনি অবশ্যই একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তিনি বলেন, আমার মনে হয়, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে একজন যোগ্য পৌর পিতা দিয়েছেন, তিনি অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। জিল্লুর রহমান জুয়েল পৌর মেয়র হয়েছেন বলেই আজ পক্ষকালব্যাপী অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। তিনি তাঁর যোগ্যতার প্রমাণ দিয়েছেন। সেটির আরেকটি প্রমাণ হলো লেখক ও সাংবাদিক ফরিদ হাসানকে পৃষপোষকতা দিয়ে চাঁদপুরের ঐতিহ্য ও ইতিহাস নিয়ে বই বের করার জন্যে সহযোগিতার হাত প্রসারিত করা। ইতিমধ্যে তিনি তাঁর যোগ্যতা, অভিজ্ঞতা ও মেধা, মননশীলতা দিয়ে এই পৌরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আশাকরি খুব শীঘ্রই চাঁদপুর পৌর নাগরিকদের সকল সুযোগ সুবিধা এবং উন্নয়ন কাজ শুরু হবে। তিনি সকল ক্ষেত্রে চাঁদপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি গতকাল ১৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে চাঁদপুর পৌরসভার ১২৫ বছরপূর্তি উপলক্ষে চাঁদপুর পৌর পরিষদের আয়োজনে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক পক্ষের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম) বার, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আহকাম উল্লাহ ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

চাঁদপুর পৌরসভার আয়োজনে ও সাংস্কৃতিক পক্ষ উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন উৎসব উদযাপন কমিটির সমন্বয়ক জিয়াউল আহসান টিটো এবং বিশিষ্ট নাট্যকার ও সাংবাদিক শরীফ চৌধুরী।

আলোচনা শেষে উৎসবের সকল অতিথি এবং অংশগ্রহণকারী সকল সংগঠনকে পৌর পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়