বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০০:০০

চাঁদপুর সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

খেলার শুরুতেই জার্সির টসে হেরে গিয়েই যেনো পিছিয়ে পড়ে চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। আর এই হার থেকেই খেলায় হেরে যায় ফরিদগঞ্জ উপজেলা দলের সাথে। ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হলো ফরিদগঞ্জ। ফাইনালে দু’দল একই রংয়ের জার্সি পরে মাঠে নামে। রেফারি দু’দলের অধিনায়ককে ডেকে টস করে। আর সেই টসে নিজেদের দলের জার্সি পায় ফরিদগঞ্জ দল।

১৩ অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল। চরম উত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি দারুণভাবে উপভোগ করে কয়েক হাজার দর্শক। স্টেডিয়ামের সবগুলো গ্যালারির প্রায় তিনভাগই পরিপূর্ণ ছিলো দর্শকে। খেলা নির্ধারিত সময়ে সমতা হওয়ায় টাইব্রেকারে ৪-৩ গোলে চাঁদপুর সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফরিদগঞ্জ। জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার)।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য, ফাইনালে খেলা দু উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, টিম ম্যানেজারসহ ক্রীড়ামোদী দর্শকরা।

ফাইনালে দু’দলই শক্তিশালী দল নিয়ে মাঠে নামে। চাঁদপুর সদরের তুলনায় ফরিদগঞ্জের দলটি ছিল ফুটবল তারকা নির্ভর। খেলার শুরুর ২০ মিনিটের সময় চাঁদপুর সদরের রক্ষণভাগ ও গোলকিপারকে বোকা বানিয়ে ফরিদগঞ্জের রাহিম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।

খেলার দ্বিতীয়ার্ধে মাঠে উপস্থিত হন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। বৃষ্টি বিঘিœত মাঠে দু’দলই আক্রমণ পাল্টা আক্রমণের খেলা উপহার দেয়। খেলায় শেষ হতে আর মাত্র ২ মিনিট বাকী। আর এ সময়ই চাঁদপুর সদরের বদলী খেলোয়াড় সাইফুল ইসলাম গোল করে খেলায় সমতা আনেন। পরবর্তীতে খেলার নিয়ম অনুযায়ী রেফারি দুদলকে টাইব্রেকারে আমন্ত্রণ জানায়। টাইব্রেকারেও প্রথম চমক দেখায় ফরিদগঞ্জ। ফরিদগঞ্জের গোলকিপার প্রথমে সদর উপজেলার খেলোয়াড়ের করা শট ফিরিয়ে দেন। আর এতেই ফরিদগঞ্জের জয় নিশ্চিত হয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়