প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে ছাত্রলীগের পক্ষ থেকে বিশাল সংবর্ধনা দেয়া হয়েছে। ছাত্রলীগের নবগঠিত বিভিন্ন কমিটির পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়। ছাত্রলীগের হাজার হাজার নেতা-কর্মী এতে অংশ নেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে ড. সেলিম মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ কুচক্রিমহল উস্কানিমূলক বক্তব্য প্রদান করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। যা সফল হতে দেয়া যাবে না। যে দলটির সৃষ্টি হয়েছিল বেয়নটের খোঁচায় ক্ষমতা দখল করে, সে দলের নেতারা আজ মানবাধিকারের কথা বলছে। অথচ তাদের নেতা জিয়ার প্রত্যক্ষ মদদে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্গন করে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। ৪ নভেম্বর জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে। ৭ নভেম্বর বহু সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। তার পুত্র তারেক জিয়ার নেতৃত্বে ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে গ্রেনেড হামলা করা হয়েছে। সে দলের নেতাদের মুখে মানবাধিকারের কথা মানায় না। বিএনপি সাম্প্রদায়িকতাকে লালন করে রাজনীতি করছে। তাই এ দল এখন জনবিচ্ছিন্ন। এ দলের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর দিক-নির্দেশনায় দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার জন্যে ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।
গতকাল বুধবার কচুয়ায় পৌরসভার বিশ্বরোড এলাকায় চাঁদপুর পলিকেটনিক ইন্সটিটিউট, বঙ্গবন্ধু সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাকিল মুন্সির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌরসভার মেয়র ও যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান হাবিব মুজমদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শুভজিত দাস ও ফয়সাল ভূইয়া, কচুয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক ইব্রাহীম হোসেন দুরন্ত, যুগ্ম আহ্বায়ক ইমরুল কায়েস নয়ন, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজিব, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ফারদিন ফাহিম, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম প্রমুখ।