প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০
ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি ও পুনর্মিলনী-২০২২-এর লোগো উন্মোচন এবং রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন হবে আগামীকাল ১৩ অক্টোবর বৃহস্পতিবার। চাঁদপুর সরকারি কলেজে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন উদযাপন পরিষদের আহ্বায়ক কলেজ অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাস ও সদস্য সচিব চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।