প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে গাছের ডালের চাপায় ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নাম নিসা। সে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর চৌরাঙ্গা গ্রামের মোঃ ইসমাইল হোসেনের মেয়ে। নিসা স্থানীয় শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, দুপুরে ওই শিশুদের বাড়িতে ঘর করার উদ্দেশ্যে গাছ কাটা হচ্ছিল। তারা দু'বোনসহ তিনজন শিশু এক সাথে খেলা করছিল। গাছের ডাল পড়ছে দেখে দুই শিশু দৌড়ে সরে গেলেও নিসা সরতে না পারায় গাছের ডাল তার গায়ে পড়লে সে মারাত্মক আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জে নারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।