বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০

কাল মুখোমুখি হবে ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আগামীকাল বৃহস্পতিবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। ফাইনাল খেলায় মুখোমুখি হবে ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলা। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে অংশ নিয়েছিলো জেলার ৮ উপজেলা ক্রীড়া সংস্থার দলগুলো।

দুবছর পর শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু এবং চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নিয়েছিলো ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। সেই দলটিই ফাইনালে খেলবে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাথে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে মতলব দক্ষিণের সাথে খেলায় অংশ নিয়েছিলো চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। সেমি-ফাইনালে কচুয়া উপজেলাকে হারিয়ে ফরিদগঞ্জ এবং শাহরাস্তিকে হারিয়ে ফাইনালে উঠে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা।

গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফাইনালে ওঠা চাঁদপুর সদর উপজেলার দায়িত্বরত টিম ম্যানেজার ও সাবেক সাঁতারু চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দে’র সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই সকলের দোয়া ও আশীর্বাদ এবং সমর্থন নিয়ে মাঠে নামবো। আমরা চাই নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হতে। আমাদের দলটিতে সহযোগিতা করছেন এসি-ল্যান্ড (ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা) মোঃ হেলাল চৌধুরী ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী । ভালো দল গঠন করেই আমরা মাঠে নামবো। আমাদের স্থানীয় ফুটবলারসহ বাইরের খেলোয়াড়দের মধ্যে ভালো সমন্বয় রয়েছে। আমরা চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে হ্যাটট্রিকসহ ৪ বার চ্যাম্পিয়ন ও ৩ বার রানার্সআপ হয়েছি। আমরা জেলাবাসীসহ ক্রীড়ামোদী দর্শক ও ক্রীড়া সংগঠকদের সহযোগিতা চাই। আমরা চাই ফরিদগঞ্জ উপজেলাকে হারিয়ে এ বছর চ্যাম্পিয়ন হতে।

ফরিদগঞ্জ উপজেলার টিম ম্যানেজার, ক্রীড়া সংগঠক ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরনবী নোমানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, আমাদের দলটি অনেক ভালো দল। জেলা পর্যায়ে যে ক’টি দলের খেলা হয়েছে প্রত্যেকটি দলের তুলনায় আমদের দল অনেক ভালো খেলেছে। আমাদের দলে স্থানীয় ফুটবলারদের মধ্যে রেজাউল ও রাফিসহ অনেক ভালো মানের স্থানীয় ফুটবলারসহ বাইরের ভালো ভালো ফুটবলার রয়েছে। বিপুল পরিমাণ দর্শকের উপস্থিতিতে এবং পরিবেশ অনুকূল থাকলে আমরা অবশ্যই চাঁদপুর সদরকে হারিয়ে এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চাই। আমরা এ পর্যন্ত চ্যাম্পিয়নসহ ২ বার রানার্সআপ হয়েছি। আমাদের দলের জন্য ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তাছলিমুননেসা, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়রসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ফরিদগঞ্জ উপজেলার সকলের সহযোগিতা রয়েছে। আমরা সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে যাতে চ্যাম্পিয়ন হতে পারি সেজন্যে গণমাধ্যম কর্মীদের সমর্থন কামনা করছি।

টুর্নামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এবারের চ্যাম্পিয়ন দল পাবে ৭৫ হাজার টাকা এবং রানার্সআপ পাবে ৫০ হাজার টাকা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হবে। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছিলো মতলব দক্ষিণ, হাইমচর, মতলব উত্তর, চাঁদপুর সদর, কচুয়া, শাহরাস্তি, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উপস্থিত থেকে ফাইনাল খেলায় জয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দিবেন। নির্দিষ্ট তারিখ অনুযায়ীই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আশা করছি। মহামারি করোনাকালীন দুই বছরে কোনো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়নি। ১৮তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজনের দুবছর পর এবার ১৯তম আসরের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বলা হয়েছিলো টুর্নামেন্টের নিয়ম অনুযায়ীই উদ্বোধনসহ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমরা চাই ফাইনাল খেলায় জেলা ও উপজেলার ক্রীড়ামোদী দর্শকসহ স্থানীয় দর্শকরা উপস্থিত থেকে দুদলের খেলা উপভোগ করবেন। আমরা যেনো সুন্দরভাবে খেলা শেষ করতে পারি এজন্যে সকলের সহযোগিতা কামনা করছি।

জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক ও ক্রীড়া সংগঠক শাহির হোসেন পাটওয়ারীর সাথে আলাপকালে তিনি এ প্রতিবেদকে জানান, পরিবেশ ভালো থাকলে অবশ্যই নির্দিষ্ট সময়েই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবারের ফাইনালে দুটি দলেরই ভালো মানের ফুটবলার রয়েছে। আশা করি দুদলের খেলা দেখে দর্শকরা অনেক আনন্দ উপভোগ করবে। আমরা চাই মাঠে উপস্থিত দর্শকরা গ্যালারিতে বসে দেশী বিদেশী খেলোয়াড়দেরকে উৎসাহ দিবেন। সময়মতো যেনো আমরা খেলার ফাইনাল শেষ করতে পারি এজন্যে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়