প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ। মঙ্গলবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর মাসে জোবাইর সৈয়দকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) সম্মাননা ক্রেস্ট তুলে দেন তাঁর হাতে।
জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ ইউনুস মিয়া ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রেজাউল করিম। তারা পুলিশ সুপারের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।