প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০
গতকাল মঙ্গলবার পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)-এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলামের উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসেনের অকাল মৃত্যুতে উপস্থিত সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর পুলিশ সুপার উপস্থিত পুলিশ অফিসার ও ফোর্সের বিভিন্ন কল্যাণমূলক কথা শ্রবণ করেন এবং জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
সভায় গত সেপ্টেম্বর-২০২২ মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে জেলা পুলিশের বিভিন্ন থানায় ও ইউনিটে কর্মরত পুলিশ বাহিনীর কর্মকর্তা ও পুলিশ সদস্যগণকে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে শ্রেষ্ঠত্বের স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ জোবাইর সৈয়দ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে চাঁদপুর সদর মডেল থানার সুজন কান্তি বড়ুয়া, শ্রেষ্ঠ এসআই হিসেবে হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ ইউনুস মিয়া ও শ্রেষ্ঠ এএসআই হিসেবে চাঁদপুর সদর মডেল থানার এএসআই (নিঃ) শাখাওয়াত হোসেন পুরস্কৃত হন।
এছাড়াও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। থানায় কর্মরত এসআই(নিঃ)দের মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই (নিঃ) কচুয়া থানার মোঃ সহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই (নিঃ) আব্দুছ ছালাম, জেলার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী এএসআই (নিঃ) চাঁদপুর সদর মডেল থানার মোঃ আবু হানিফ পুরস্কৃত হন। ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার গ্রহণ করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ শাহরিন হোসেন, চাঁদপুর সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ মোঃ আব্দুল আলীম, এসআই (নিঃ) মোঃ রাশেদুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ তছলিম উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ হেলাল উদ্দিন ও হাজীগঞ্জ থানার এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম।
চাঁদপুরের ট্রাফিক পুলিশের সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী সার্জেন্ট মাহমুদুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার প্রদান শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চাঁদপুর সদর সার্কেলসহ মোট ৯টি পুরস্কার পায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।