বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০

সৎ ও সাহসিকতার প্রতীক শেখ হাসিনা
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, বিশ্বের তিনজন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন। তিনি সৎ ও সাহসিকতার প্রতীক। তাঁর সাহসিকতা ও ধৈর্যের কারণে আমরা মহামারী করোনার সময়েও বিপদে পড়িনি। এখন যুদ্ধ এবং বৈশ্বিক দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এশিয়ার অনেক দেশ যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের নেত্রীর ঐকান্তিক প্রচেষ্টার ফলে অনেক দেশ থেকে অনেকটা ভাল রয়েছি। তবে সামনে কঠিন সময় আসছে। তাই এই সময়ের চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ববান হতে হবে। প্রধানমন্ত্রীর কথানুযায়ী এক ইঞ্চি পরিমাণ জায়গাও অনবাদী রাখা যাবে না। আমরা যদি খাদ্যসহ নিত্যপণ্য উৎপাদন ভালভাবে করতে পারি, তবে অবশ্যই এই কঠিন সময়েও বাংলাদেশের মানুষ সুখে থাকবে।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জে গল্লাক ফুটবল টুর্নামেন্ট সিজন-৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের শারীরিক সক্ষমতা বাড়ে। বর্তমানে একজন ভাল খেলোয়াড় শুধু নিজের নয়, দেশেরও সম্মান বয়ে আনে। এছাড়া যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠে যেভাবে মানুষের উপস্থিতি দেখছি, তাতে আমি নিশ্চিত, প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে পারলে মাদকসহ সকল অপরাধ দূর হয়ে যাবে। শিশু-কিশোররা নিয়মিত লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাতেও তাদের পারঙ্গমতা দেখাতে সক্ষম হবে। ইতোমধ্যে আমাদের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়ে আমাদের জাতির মান উজ্জ্বল করেছে।

গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন আখন্দের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, গল্লাক আদর্শ কলেজের অধ্যক্ষ হরিপদ দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি বাবুল পাটওয়ারী।

টুর্নামেন্টে মোট ১৬ দল অংশগ্রহণ করছে। ৪টি গ্রুপে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় গল্লাক একাদশ ও লাউতলী একাদশ পরস্পরের মুখোমুখি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়