প্রকাশ : ১১ অক্টোবর ২০২২, ০০:০০
মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন তাঁকে ঢাকা রাজারবাগ কেন্দ্রিয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গতকাল বিকেল পৌনে ৬টার সময় নৌ পুলিশ মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন সফরমালী বাজার এলাকায় অতর্কিতভাবে জেলেরা ইট-পাটকেল ছুড়তে থাকে। জেলেদের ইটের আঘাতে নৌ পুলিশের নায়েক হাসান মিয়া (২৬) গুরুতর আহত হন। আহত হাসান মিয়ার চোখের পাশে লাগায় চোখ ফুলে যায় ও অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাঁকে ঢাকায় প্রেরণ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন মৎস্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সাব ইন্সপেক্টর সুমন দে, এএসআই শামিম আজম ও সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, এ ঘটনায় অজ্ঞাত ৫০ জনকে আসামী করে নৌ পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা করা হয়েছে।