বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ অক্টোবর ২০২২, ০০:০০

সংবর্ধিত হলেন কবি ও গীতিকার বিএম ওমর ফারুক
নিজস্ব সংবাদদাতা ॥

চাঁদপুরের কবি ও গীতিকার বিএম ওমর ফারুককে সংবর্ধিত করেছে নতুন কুড়িঁ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন।

সংগঠনটির ৩২ বছর পূর্তিতে মেহেদী উৎসব ও গুণীজন সম্মাননা প্রদান ২০২২ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সভাপ্রধান মোঃ জিতু মিয়া বেপারীসহ অতিথিবৃন্দ ।

বিএম ওমর ফারক পেশায় চাঁদপুর শহরের প্রতিষ্ঠিত একজন ঔষধ ব্যবসায়ী হলেও ছোট বেলা থেকেই কবিতা, ছড়া, গান লিখতেন। তাঁর লেখা অনেক ছড়া কবিতা জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকা সহ বিভিন্ন স্যুভেনিরে ছাপা হয়েছে। তার একাধিক লেখা গানে কণ্ঠ দিয়েছেন চাঁদপুরের জনপ্রিয় গণসংগীত শিল্পী মনোজ আচার্যী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রয়াত নেতা সংগীতশিল্পী চন্দন আচার্যী। গত বৃহস্পতিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে তাকে নতুন কুঁড়ির পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডঃ আবুল কালাম সরকার বলেন, দেশের বিভিন্ন গুণীজনকে তাদের ভাল কাজের প্রতি সম্মান দেখিয়ে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা দিয়ে আসছি। বিএম ওমর ফারুক একজন ভালো মানুষ। ব্যবসার পাশাপাশি এখনো তিনি লিখে যাচ্ছেন।

উল্লেখ্য, কবি বিএম ওমর ফারুক চাঁদপুর শহরের গুয়াখোলার বাসিন্দা এবং পুরাণবাজার মসজিদপট্টির পাক ফার্মেসীর মালিক। তার বাবার নাম মরহুম ডাঃ শামছুল আলম ছিদ্দিকী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়