প্রকাশ : ১১ অক্টোবর ২০২২, ০০:০০
সম্পর্কে ভাতিজি আর নাতনি এমন দুই শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ খলিলুর রহমান (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী দুই শিশুর পরিবারের পক্ষ থেকে ভিন্ন দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ উক্ত মামলায় আসামীকে আটক করে চাঁদপুরের আদালতে পাঠালে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করে। মামলা নং-৯ ও ১০। শিশুদেরকে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাতপাতালে পাঠানো হয়েছে বলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানিয়েছেন।
খলিলুর রহমান কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁ গ্রামের সেকান্দর আলী বাড়ির মৃত ইউসুফ আলীর ছেলে। শিশুরা একই বাড়ির বাসিন্দা এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির উঠোনে খেলারত অবস্থায় দুই শিশুকে ২০ টাকা ও ৫ টাকার নোট দিয়ে ভিন্নভাবে খলিলুর রহমান বাড়ির পাশের মাটির ঢালে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুদের মায়ের কাছে শিশুরা এসে ঘটনা জানায়। শিশুদের সেলোয়ারে রক্ত দেখে মায়েরা ভয় পেয়ে যান। তাৎক্ষণিক শিশুদের মায়েরা স্থানীয় চেয়ারম্যানকে মুঠোফোনে বিষয়টি জানালে চেয়ারম্যান আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ বিষয়ে দুটি অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামীকে আদালতে ও শিশুদেরকে পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।