প্রকাশ : ১১ অক্টোবর ২০২২, ০০:০০
দেশসেরা বিতার্কিকদের সবচেয়ে বড় মিলনমেলা বসছে চাঁদপুরে। বিশাল আয়োজনে বৃহৎ পরিসরে এই প্রথম জাতীয় বিতর্ক উৎসব হচ্ছে চাঁদপুরে। আর এর নামকরণও করা হয়েছে ‘ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২’। জাতীয় বীর চাঁদপুরের এই কৃতী সন্তানের নামে জাতীয় বিতর্ক উৎসব, তাও এটি হবে চাঁদপুরে। তাই এই বিতর্ক উৎসবটি ঘিরে রয়েছে ভিন্ন রকমের আমেজ, ভিন্ন রকমের প্রস্তুতি। চঁদপুরে এই জাতীয় বিতর্ক উৎসবটির ভ্যেনু হওয়ায় এর আয়োজনে ভিন্নমাত্রা যোগ হয়েছে। কারণ ভাষাবীর এমএ ওয়াদুদ চাঁদপুরের মাটির সন্তান, তাঁর একমাত্র কন্যা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য। তাই এর আয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে।
সিডিএম ও সিসিডিএফ’র আয়োজনে এবং বিডিএফ’র সহযোগিতায় আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল কলেজে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়। যেখানে উৎসবের পুরো আয়োজন জানান দেয়া হয় সাংবাদিকদের। মিট দ্য প্রেস অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আয়োজকদের দেয়া প্রেস বিজ্ঞপ্তটি হুবহু তুলে ধরা হলো।
ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট ও চাঁদপুর সরকারি কলেজের অনুপ্রেরণায় চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) ও চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর আয়োজনে এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)-এর সহযোগিতায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আগামী ১৩-১৫ অক্টোবর ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২ অনুষ্ঠিত হবে। উৎসবের শ্লোগান ‘শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে’।
দেশের সবচেয়ে বড় এই বিতর্ক উৎসবে ইতোমধ্যেই দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২২-এর জন্য নিবন্ধন এবং অংশগ্রহণ নিশ্চিত করেছে। ১৩ অক্টোবর থেকে বিতার্কিকদের এই মিলনমেলা শুরু হবে। জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও ১৪-১৫ অক্টোবর ১৫০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০০ এরও অধিক বিতার্কিক এবং বিতর্ক অনুরাগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে জাতীয় বিতর্ক উৎসব। ইতোমধ্যেই উৎসবে অংশগ্রহণের জন্য বিতার্কিক ও বিতর্ক অনুরাগীরা তাদের নিবন্ধন নিশ্চিত করেছেন। দেশের সব প্রান্ত থেকে আগত বিতার্কিকদের স্বাগত জানাবে মেঘনা বিধৌত রূপালী ইলিশের বাড়ি চাঁদপুর।
উৎসবে ‘মিট উইথ ডাঃ দীপু মনি, এমপি; বর্ণিল শোভাযাত্রার সাথে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, নানাবিধ প্রদর্শনী বিতর্ক, মিট উইথ আয়মান সাদিক, মিট দ্য ডিবেট লিজেন্ডস, প্ল্যানচেট বিতর্ক, সিডিএম আজীবন সম্মাননা পদক, সিডিএম এচিভার্স ডিবেটার্স অ্যাওয়ার্ডস ২০২২, ডিবেটার্স কালচারাল নাইট, জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, পলিসি বিতর্ক সভা, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট শো এবং সমাপনী অনুষ্ঠান থাকবে।
উৎসবের ১৩ অক্টোবর বিতার্কিকদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির ‘মিট উইথ ডাঃ দীপু মনি, এমপি’ শিরোনামে ফেলোশীপ নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে। ১৪ অক্টোবর-২০২২ উৎসবের উদ্বোধনী শোভাযাত্রায় নেতৃত্ব দিবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি, উৎসবের প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি, (ভার্চুয়ালি সংযোগ); মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম, ডাঃ আব্দুন নূর তুষার, সাবেক সভাপতি, বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ), টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
১৫ অক্টোবর বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, বাংলাদেশ ডিবেট ফেডারেশন-এর (বিডিএফ) সাবেক সভাপতি ডাঃ আব্দুন নূর তুষার এবং এভারেস্ট বিজয়ী কন্যা নিশাত মজুমদার।
গতকাল সোমবার চাঁদপুর সরকারি কলেজের কনফারেন্স রুমে উৎসব উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপরোক্ত তথ্য জানান ভাষাবীর এমএ ওয়াদুদ জাতীয় বিতর্ক উৎসব ২০২২-এর চেয়ারম্যান এবং সিডিএম, সিসিডিএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আজম। চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, উৎসবের নির্বাহী কমিটির চেয়ারম্যান কিউএম হাসান শাহারিয়ার, উৎসবের প্রধান সমন্বয়কারী ফারুক আহমদ। মিট দ্য প্রেস-এ আরও উপস্থিত ছিলেন উৎসবের সদস্য সচিব সাখাওয়াত ইমন, সিডিএমণ্ডএর সভাপতি ভিভিয়ান ঘোষ, চাঁদপুর সরকারি কলেঝজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর সভাপতি মিঠুন চন্দ্র ত্রিপুরাসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ।
উৎসবের বিচারকার্য সম্পাদনের জন্য গঠিত প্যানেলের প্রধান হিসেবে থাকছেন সিডিএমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির তারকা বিতার্কিক এবং কুমিল্লা জেলা সহকারী জুডিশিয়াল বিচারক মুহম্মদ ওমর ফারুক ফাহিম। উপ-প্রধান বিচারক হিসেবে থাকছেন প্রথম আলো বন্ধুসভা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক জাফর সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক-আরবি বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর মাহাদী হাসান, দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক এবং চট্টগাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক কনভেনার (ইংরেজি বিতর্ক) মনোয়ার আলীম তন্ময়, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহ-সভাপতি মোঃ সাইফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী, সহ-সাধারণ সম্পদক সৌরভ অধিকারী, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি রাকিবুল হাসান শান্ত, সাবেক সভাপতি মোহাম্মদ আবু ফয়সাল, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারী এইচএম সাব্বির নূর, বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি এবং ফরিদপুর ডিবেট ফোরামের সাবেক সভাপতি শাকিল আহমেদ সাগর, রাজশাহী ডিবেট ফোরামের তানভির রিফাত, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মাহমুদ আবদুল্লাহ বিন মুন্সিসহ আরও অনেকে।
উৎসবের সমতা সংরক্ষণ কমিটিতে দায়িত্ব পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির সভাপতি তাজরিন আহমদে খান মেধা, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি রাইসা তাবাসসুম এবং চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)-এর সাবেক সাধারণ সম্পাদক মাহজাবিন অধরা।
ট্যাব পদ্ধতিতে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ট্যাব ডিরেক্টর হিসেবে থাকছেন শুভ্র হাসান, সাবেক সভাপতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
উৎসবে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ শুকরানার নেতৃত্বে সাবেক ও বর্তমান তারকা বিতার্কিকদের সমন্বয়ে শতাধিক বিতার্কিক জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় এই মিলনমেলায় অংশ নিয়ে এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী বিতর্কে অংশ নিবে। উৎসবে চাঁদপুরের বিতর্ক অঙ্গণে অনন্য অবদান এবং বিতর্কের প্রসারে ভূমিকা রাখার জন্য দুজন বিতর্ক অনুরাগীকে সিডিএম আজীবন সম্মাননা পদক এ ভূষিত করা হবে। একইসাথে চাঁদপুরের সন্তান হিসেবে জাতীয় পর্যায়ে বিতার্কিক হিসেবে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান এবং কৃতিত্ব অর্জন করেছেন এমন ১২জন কৃতী বিতার্কিককে সিডিএম এচিভার্স ডিবেটার্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে।
উৎসবের এক্সক্লুসিভ পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ইস্পাহানী মির্জাপুর, একেএস, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে চাঁদপুর পৌরসভা ও দৈনিক চাঁদপুর কণ্ঠ, পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ, ড্রিংকিং পার্টনার হিসেবে রয়েছে পুষ্টি ড্রিকিং ওয়াটার, ন্স্যাক্স পার্টনার হিসেবে রয়েছে শক্তি প্লাস, কফি পার্টনার হিসেবে জেনিথ ক্যাফে, কনটেন্ট পার্টনার ইভেন্ট ৩৬০, মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চাঁদপুর প্রেসক্লাব, সময় টেলিভিশন, দি বিজনেস স্ট্যান্ডার্ড এবং বাংলা নিউজ২৪ ডট কম।