বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২২, ০০:০০

১টি জেলে নৌকা ধ্বংস ১ হাজার মিটার জাল জব্দ
মিজানুর রহমান ॥

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি জেলে নৌকা ধ্বংস ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার ৭ অক্টোবর রাত থেকে ৮ অক্টোবর শনিবার ভোর পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুর সদর উপজেলায় মৎস্য বিভাগ ও প্রশাসন যৌথ অভিযান চালিয়ে রাজরাজেশ্বর চিড়ার চর থেকে ধাওয়া করে জালসহ একটি নৌকা জব্দ করে। জব্দ করা ওই জাল ও নৌকা নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর এসিল্যান্ড হেলাল চৌধুরী। সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে অভিযানের দ্বিতীয় দিনে চাঁদপুরের অভয়াশ্রমে দিনের বেলায় নৌকা ও জাল নিয়ে জেলেদের দেখা মেলেনি। তবে তারা ওঁৎ পেতে আছে এবং সুযোগ খুঁজছে নদীতে নামার জন্য। ভোর রাতের দিকে অনেক জেলে নদীতে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে।

ইলিশ ধরতে কারো কারো সাথে কন্ট্রাক্ট হচ্ছে বলে আভাস পাচ্ছেন বলে মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ সূত্র জানায়।

এবার ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর এই ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম। এ সময় ইলিশ আহরণ, বিপণন ও মজুতসহ সব ধরনের সরবরাহ ২২দিনের জন্য নিষিদ্ধ করেছে সরকার।

কোনো জেলে যাতে মাছ ধরার জন্য নদীতে নামতে না পারে স্থানীয় প্রশাসন প্রথম দিন থেকে তৎপর রয়েছে। নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের মোবাইল টিমের পাশাপাশি নৌ বাহিনীর একটি জাহাজও জেলেদের নিবৃত্ত করতে নদীতে টহল দিচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়