প্রকাশ : ০৯ অক্টোবর ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পাড়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে আবির আহাম্মেদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। একই সময় ঘুরতে আসা আরো দুই শিশু পানিতে তলিয়ে গেলেও তাদের উদ্ধার করে স্থানীয়রা। সংবাদ পেয়ে রাত সাড়ে ৭টার দিকে চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের ডুবুরি রাজিব হোসেন ও তার সহকর্মীরা আবির আহাম্মেদের মৃতদেহ উদ্ধার করেন। আবির চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকার মোঃ সুমন মিয়ার ছেলে।
শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন মোহনপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুজ্জামান। তিনি বলেন, বিকেলে অনেক লোকজন ঘুরতে আসে মোহনপুর পর্যটন কেন্দ্রে। এই কেন্দ্রের পাশেই মেঘনা নদীতে সাঁতার দেয়ার জন্যে একটি জোন তৈরি করেছে কর্তৃপক্ষ। সেখানে অনেক শিশু-কিশোর পানিতে নামে। এর মধ্যে ৩ জন পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন ২ শিশুকে উদ্ধার করতে পারলেও আবির নামে শিশুকে উদ্ধার করতে পারেনি। পরে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, নিহত শিশুর পিতা মোঃ সুমন মিয়া রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)-এর নিকট ময়না তদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্যে আবেদন করেন। পরে আমরা পিতা-মাতার নিকট মরদেহ হস্তান্তর করি।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নূর মোহাম্মদ ভূঁইয়া জানান, নিহত শিশুর মা কোহিনুর আক্তার ৩ সন্তানকে নিয়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে যান। এর মধ্যে আবির পানিতে সাঁতার কাটতে গিয়ে আনুমানিক বিকেল ৩টা ২০ মিনিটের দিকে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে আমরা সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হই। সাড়ে ৭টার দিকে আবিরের মরদেহ উদ্ধার করে মোহনপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করি।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, মোহনপুর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে এমন কোনো তথ্যই আমার কাছে নেই, আমাকে কেউ জানায়নি।