বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২২, ০০:০০

পার্কিং টাইলস্ ফ্যাক্টরিতে ভূমিদস্যুদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত পার্কিং টাইলস্ ফ্যাক্টরিতে ভূমিদস্যুদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এই ফ্যাক্টরির স্বত্বাধিকারী ইঞ্জিঃ মাইনুদ্দিন ভূঁইয়ার চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত এক অভিযোগে জানা যায়, বিগত কয়েক বছর যাবৎ বঙ্গবন্ধু সড়কস্থ ভূঁইয়া বাড়ি এলাকায় পার্কিং টাইলস্ ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান দিয়ে তিনি ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু তার ফ্যাক্টরির পার্শ্ববর্তী বাসিন্দা স্থানীয় ভূমিদস্যু একটি গ্রুপ বিগত কয়েক বছর যাবৎ উক্ত ফ্যাক্টরিটি বন্ধ করার পাঁয়তারা চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সময়ে নানা অজুহাতে ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করে। এই ধারাবাহিকতায় ৭ অক্টোবর সকাল ১০টার দিকে বিল্লাল হোসেন (২৮) (পিতা- খোরশেদ ভূঁইয়া), সুজন ভূঁইয়া (৩০) (পিতা ইয়াছিন ভূঁইয়া), কবির ভূঁইয়া (৩০) (পিতা করিম ভূঁইয়া), শাহজাহান ভূঁইয়া (৩০) (পিতা আঃ ছামাদ ভূঁইয়া), মোখলেছ ভূঁইয়া (৪২) (পিতা খোরশেদ ভূঁইয়া), ইয়াছিন ভূঁইয়া (৫৫) (পিতা আবুল হোসেন ভূঁইয়া)সহ আরো ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ফ্যাক্টরির সামনের অংশসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাংচুর করে ক্ষয়ক্ষতি করে। এই ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা।

এ বিষয়ে ফ্যাক্টরির মালিক উক্ত প্রতিষ্ঠানটি চালু অব্যাহত রাখতে এবং ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের কর্ম অব্যাহত রাখতে জেলার আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়