বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২২, ০০:০০

কাওমী মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার মহামায়া জামিয়া শামছুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী সিহাব বকাউল (১৮) নিজ ঘরের আড়ার সাথে তোয়ালে পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে, ওই শিক্ষার্থীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোদেরগাঁও গ্রামের বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে। সিহাব ওই বাড়ির মহরম আলী বকাউলের ছেলে এবং ওই মাদ্রাসার কিতাব জামাতের ছাত্র।

সিহাবের মা লিপি বেগম বলেন, সকালে তিনি রান্না ঘরে কাজ করছিলেন। সিহাব ছোট ভাইকে চকলেট কিনে দিয়ে চলে যায়। পরে তাকে খোঁজ করতে গিয়ে দেখা যায় ঘরের আড়ার সাথে তোয়ালেতে ঝুলে আছে। আমি নিজে ডাক-চিৎকার দিলে বাড়ির লোকজনসহ তাকে নামিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর ঘটনাটি চাঁদপুর সদর মডেল থানাকে অবহিত করেন। থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান হাসপাতালে এসে স্বজনদের উপস্থিতিতে সুরতহাল করেন।

এসআই শাহজাহান বলেন, গলায় তোয়ালে দিয়ে আত্মহত্যার কথা বলা হলেও ছেলেটির মাথায় আঘাতের চিহ্ন আছে। বিষয়টি আমরা আরো তদন্ত করে দেখছি। ময়না তদন্ত করার পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়