বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২২, ০০:০০

পুনঃনির্বাচিত হলে চাঁদপুরকে শ্রেষ্ঠ জেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী কচুয়া উপজেলার বিতারা, সাচার ও পাথৈর ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শনিবার দিনব্যাপী তিনি এসব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৃথক পৃথকভাবে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

বিতারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী (মোবাইল প্রতীক) ওচমান গনি পাটওয়ারী বলেন, বিগত সময়ে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে আমি চাঁদপুর জেলার সকল জনপ্রতিনিধির অধিকার ও স্বার্থরক্ষায় কাজ করেছি। জনগণকে সেবা দেয়াই আমার মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধিদের স্বার্থ ও তাদের অধিকার রক্ষায় কাজ করা মানেই জনগণকে সেবা দেয়া।

তিনি বলেন, বাংলাদেশের গর্ব, কচুয়ার কৃতী সন্তান ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি যে দুঃসাহস দেখিয়ে ১৯৯৬ সালে জনতার মঞ্চ তৈরি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পথ সুগম করেছেন, সেই মহীউদ্দীন খান আলমগীর এমপি আমাকে সমর্থন দিয়েছেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, আমাদের চাঁদপুরের অহঙ্কার, আমাদের অভিভাবক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংবাদিক নেতা মুহম্মদ শফিকুর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী ও ড. সেলিম মাহমুদও আমাকে সমর্থন দিয়েছেন।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ওচমান পাটওয়ারী বলেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করলে আমি চাঁদপুরকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো।

বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের সভাপ্রধানে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দীন সরকার ও বিতারা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।

এদিন দুপুরে সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেনের সভাপ্রধানে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ, সাচার ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।

একই দিন বিকেলে পাথৈর ইউপি চেয়ারম্যান আলী আক্কাস মোল্লার সভাপ্রধানে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীন, পাথৈর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়