প্রকাশ : ০৯ অক্টোবর ২০২২, ০০:০০
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগের দিন ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে জশনে জুলুছে গতকাল চাঁদপুর ও হাজীগঞ্জে নবী প্রেমিকদের ঢল নেমেছে। হাজার হাজার নবী প্রেমিক সুন্নী মুসলমান রাস্তায় জশনে জুলুছ করেছে। চাঁদপুর ও হাজীগঞ্জসহ পুরো চাঁদপুর জেলা যেনো জুলুছময় ছিল। নবী প্রেমিক মুসলমানরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভাগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল (জশনে জুলুছ) করেছে। নাতে রাসুল, মিলাদ, দুরূদে মুখরিত ছিল পুরো শহর। স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছে রাজপথ। সকলের মুখে ছিল ‘মারহাবা ইয়া রাসুলাল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া নাবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা, ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ এলো রে দুনিয়ায়, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মারহাবা ইয়া মোস্তাফা মারহাবা ইয়া মোস্তাফা, জশনে মিলাদে রাসুল আল্লাহি আল্লাহ’ ইত্যাদি দুরূদ, নাত ও মিলাদণ্ডকিয়ামে মুখরিত ছিল পুরো শহর।
সকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বিশাল জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী বের হয়। ঈদে মিলাদুন্নবী উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো জশনে জুলুছটি ছিল বর্ণাঢ্য এবং আনন্দমুখর ছিল। সকাল নয়টা থেকে চাঁদপুর শহরের বিভিন্ন অঞ্চল থেকে মিছিল নিয়ে আসতে থাকে শহীদ মিনারে। বিভিন্ন মাদ্রাসা ও পীর সাহেবদের দরবার থেকে অসংখ্য মুসল্লি মিছিল সহকারে এসে অনুষ্ঠানে অংশ নেন। দুই ঘণ্টা আলোচনার পর বেলা সোয়া ১১টায় হাজার হাজার নবী প্রেমিকের অংশগ্রহণে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জুলুছ বের হয়। জুলুছ পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিলাদ মুনাজাত ও তবররুক বিতরণের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উদ্যাপন পরিষদের অনুষ্ঠান শেষ হয়।
বেলা ১২টায় চাঁদপুর বাসস্ট্যান্ডস্থ মাইক্রো স্ট্যান্ড থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী বের হয়। এই জুলুছে নেতৃত্ব দেন ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সাহেব আওলাদে রাসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। এই জুলুছও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এই জুলুছেও বিভিন্ন দরবার শরীফের পীর সাহেব ও ওলামায়ে কেরাম অংশ নেন।
বাদ জোহর জুলুছ বের হয় ঐতিহাসিক হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ থেকে। দরবার শরীফের এবারের জুলুছ ছিলো ৩৪তম। এই জুলুছে নেতৃত্ব দেন ইমামে আহলে সুন্নাত, মোজাদ্দেদে জামান, আওলাদে রাসুল আল্লামা সাইয়্যেদ আবু নছর মোহাম্মদ আবিদ শাহ্ মোজাদ্দেদী আল-মাদানী (রাঃ)’র বড় নাতি এবং আওলাদে রাসুল আল্লামা সাইয়্যেদ জাহান শাহ মোজাদ্দেদী (রাঃ)’র বড় সাহেবজাদা আওলাদে রাসুল আল্লামা সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল-মাদানী। মোবারকময় এই জুলুছে চাঁদপুর, হাজীগঞ্জ, শাহরাস্তি, ফরিদগঞ্জসহ বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য নবী প্রেমিক সুন্নী মুসলমান অংশ নেন। ইমামে রাব্বানী দরবার শরীফ থেকে জুলুছ বের হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে আলোচনা, মিলাদ, মুনাজাত ও তবররুক বিতরণের মধ্য দিয়ে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়। দরবার শরীফ থেকে জুলুছটি বের হয়ে হাজীগঞ্জ বাজার হয়ে পুনরায় দরবার শরীফে দীর্ঘ প্রায় ৬ কিলোমিটার পথ পায়ে হেঁটে নবী প্রেমিক সুন্নী মুসলমানরা জুলুছ করেন।
এছাড়া চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়ও গতকাল ঈদে মিলাদুন্নবীর জুলুছ হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভাগমনকে স্বাগত জানাতে দুরূদ ও মিলাদের মিছিল নিয়ে রাস্তায় নেমেছে। পুরো দৃশ্য ছিল যেনো জুলুছময় শহর।