প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর হিলশা সিটি রোটার্যাক্ট ক্লাবের প্রশিক্ষণ কর্মশালা
নারীদের স্বাবলম্বী করতে চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে ও চাঁদপুর হিলশা সিটি রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে কৃত্রিম ফুলের গহনা তৈরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ অক্টোবর শুক্রবার কবি নজরুল সড়কস্থ চাঁদপুর রোটারী ভবনের রুহুল আমিন কক্ষে ‘বিজয়ী’ ফাউন্ডারের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
চাঁদপুর হিলসা সিটি রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোঃ তাহমিনা আক্তার সায়েমার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮২-এর ডিস্ট্রিক্ট গভর্নর রোটাঃ রুহেলা খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট (২০২৩-২৪) ইঞ্জিঃ রোটাঃ মতিউর রহমান ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটাঃ মোহাম্মদ শাহজাহান সাজু পিএইচএফ, ফিউচার ফার্স্ট লেডী রোটাঃ সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান রোটাঃ জিয়া উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি এবং হিলশা সিটি রোটারী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহমুদা খানম, হিলশা সিটি রোটার্যাক্ট ক্লাবের ক্লাব অ্যাডভাইজার রোটাঃ পিপি মফিজ উদ্দিন সরকার।
অনুষ্ঠানে শুভেচ্ছা ক্রেস্টসহ ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নেয়া হয় এবং ত্রৈমাসিক একটি বুলেটিনের মোড়ক উন্মোচন করা হয়।
অতিথিরা বলেন, ক্লাবটি ভালো একটি উদ্যোগ নিয়েছে। মেয়েদের স্বাবলম্বী হওয়াটা বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ। নারীদের স্বাবলম্বী করতে কৃত্রিম ফুলের তৈরি গহনার প্রয়োজনীয়তা অনেক। ক্লাবটি যাতে আরো ভালো ভালো উদ্যোগ নেয় সেটাই প্রত্যাশা থাকবে এবং বিজয়ী নারীদের জন্য শুভ কামনা।
মোটিভেশনাল স্পিকার হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁদপুরের প্রথম নারী উদ্যোক্তা সংগঠন ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। তিনি বলেন, নারীদেরকে স্বাবলম্বী করতে আমার এ সংগঠনটি কাজ করছে। নারীরা নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে তৈরি করে যাতে এগিয়ে যেতে পারে এজন্যই আমি নারীদের নিয়ে কাজ করি। ভবিষ্যতেও করবো। এছাড়া তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন।
কর্মশালায় প্রশিক্ষণ দেন ইউএইচ ফ্যাশনের ব্যবস্থাপক উম্মে হানি। ক্লাব সদস্যদের মধ্যে ক্লাবের সেক্রেটারী সালমা বেগম মিয়াজী, জয়েন্ট সেক্রেটারী মুক্তা এবং চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের আইপিপি রোঃ নিলয় দে ও ভাইস প্রেসিডেন্ট কাজী আজিজুল হাকিম উপস্থিত ছিলেন। এদিন মোঃ ছাহীম রাজাকে ক্লাবের পিন পড়িয়ে ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।