বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ০০:০০

অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিভিল সার্জনের অভিযান অব্যাহত
মিজানুর রহমান ॥

চাঁদপুরে মানহীন ও অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর হাসপাতালের সামনে হান্নান কমপ্লেক্সের নিচতলায় দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করে সিভিল সার্জনের মোবাইল কোর্ট। এ সময় এক্স-রে রুমের ত্রুটি থাকায় এবং নবায়ন না করায় আজাদ এক্স-রে এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অপরদিকে, একই মার্কেটে অবস্থিত ইনসাফ ডিজিটাল এক্স-রে এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করলেও এ প্রতিষ্ঠানের কোনো ত্রুটি পায়নি স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন ও সঙ্গীয় জেলা পুলিশ ফোর্স।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এবং মানহীন ক্লিনিকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এরই অংশ হিসেবে জেলা হাসপাতালের সামনে বৃহস্পতিবার অভিযান হয়েছে। দুটি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে একটার মান খুবই ভালো পাওয়া গেছে। তাদের প্রতিটা কাগজপত্র নবায়ন কত তারিখ পর্যন্ত আছে তারা তা লিখে রেখেছে। আরেকটা ক্লিনিকের এক্স-রে রুমটি স্যাঁত স্যাঁতে থাকায় ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়