প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ০০:০০
হাইমচরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে এ উপলক্ষে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূলের প্রান্তিক মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই দরিদ্রের চিকিৎসা সেবায় এগিয়ে আসে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টায় বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক হাইমচর উপজেলাধীন আউটপোস্ট সংলগ্ন লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ কোস্টগার্ড (ঢাকা জোন)-এর নির্দেশে আর্তমানবতার সেবায় অসহায়, গরীব, দুঃস্থদের জন্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন সার্জন কমান্ডার এসএম বেলাল উদ্দিন, (এমফিল) উপ-পরিচালক (মেডিকেল), সার্জন লেফটেন্যান্ট শেখ রিজভী খান (এএমসি), সার্জন লেফটেন্যান্ট তাহমিদ (এএমসি) ও স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট বিএম তানজীমুল ইসলাম, (এক্স) বিএন এবং হাইমচরের ২নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিক পাটোয়ারী।