বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ০০:০০

আপনাদের একজন সেবক হিসেবে টিউবওয়েল প্রতীকে রায় দিন
স্টাফ রিপোর্টার ॥

আগামী ১৭ অক্টোবর চাঁদপুর জেলা পরিষদের নির্বাচন-২০২২। উক্ত নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা থেকে দ্বিতীয়বারের মতো সদস্য পদে নির্বাচন করেছেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা পরিষদের নির্বাচিত সাবেক সদস্য মোঃ মকবুল হোসেন মিয়াজী। বর্তমানে তিনি জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। মোঃ মকবুল হোসেন মিয়াজী আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী। নির্বাচন সংক্রান্ত বিষয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠকে দেয়া তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নিম্নে তুলে ধরা হলো।

মকবুল হোসেন মিয়াজী বলেন, আমি প্রথমবার নির্বাচিত হওয়ার পর জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিভিন্ন গ্রামের জনগণের চাহিদা অনুযায়ী তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করেছি। আমার দায়িত্ব পালনকালে আমি তাদের সেবক হিসেবে সেটি পালন করেছি। তিনি বলেন, ছাত্রজীবন থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের কল্যাণে পাশে ছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দলের একজন কর্মী হিসেবে আছি, থাকবো। এই উপজেলাবাসীর যখন যে কোনো বিষয় তাদের সুখণ্ডদুঃখে পাশে ছিলাম, আগামীতে থাকবো এবং জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবক হিসেবে থাকবো।

তিনি বলেন, প্রথমবার নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধি হিসেবে চাঁদপুর সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণের স্বার্থে তারা নিজেরা এবং তাদের প্রতিনিধি যে বা যিনি আমার কাছে যে কোনো সমস্যা নিয়ে গেছেন আমি চেষ্টা করেছি তাদের জন্য কিছু করার। তিনি বলেন, বিগত ৫ বছর জেলা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে সাধারণ মানুষের সেবায় নিজেকে সবসময় সাধারণ মানুষের জন্যে উন্মুক্ত রেখেছি।

আমার প্রিয় চাঁদপুর সদর উপজেলার সকল জনপ্রতিনিধির নিকট জোর অনুরোধ, আপনাদের কারো ছোট ভাই, কারো বন্ধু, কারো সহযোদ্ধা, কারো বড়ভাই, সর্বোপরি একজন নগণ্য মানুষ হিসেবে আপনারা আমাকে জেলা পরিষদের সদস্য হিসেবে আগামী ১৭ অক্টোবর আমার প্রতীক টিউবওয়েল বা চাপকল মার্কায় আপনার গোপন রায় দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেয়ার অনুরোধ রইলো। আমি আমার জন্মভূমি চাঁদপুর সদর উপজেলার সকল জনপ্রতিনিধির অকুণ্ঠ সমর্থন চাই। আমি আপনাদের রায়ে নির্বাচিত হলে দল ও মতের ঊর্ধ্বে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমাদের আস্থার প্রতীক, চাঁদপুর-৩ আসনের নির্বাচিত সাংসদ, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ডাঃ জেআর ওয়াদুদ টিপু ভাইয়ের দোয়া ও ভালোবাসা আমার প্রেরণা। আমার দৃঢ় বিশ্বাস, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, নারী ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলসহ পৌর কাউন্সিলরগণ, সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার আমার সকল দিক বিবেচনা করে আগামী ১৭ অক্টোবর আমাকে জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল বা চাপকল মার্কায় গোপন রায় দিয়ে আমাকে জেলা পরিষদের সদস্য জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা করছি।

জানা যায়, মকবুল হোসেন মিয়াজী চাঁদপুর সদরের সর্বস্তরের জনগণের জন্যে নিবেদিতভাবে কাজ করে অসহায়-নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের সহায়তা করে চলছেন। এজন্যে তিনি এখন পুনরায় জেলা পরিষদে সদস্য পদে নির্বাচন করে চাঁদপুর সদর উপজেলার জনগণের সেবক হতে চান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়