বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ০০:০০

ধর্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ লাইব্রেরীর গাড়িচালক আটক
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের আওতাধীন চাঁদপুর জেলার একমাত্র ভ্রাম্যমাণ লাইব্রেরীর গাড়িচালক মোঃ শফিকুল ইসলাম হাওলাদার (২৫) (পিতা-আঃ কাদের সাং কুমড়াখালী, উপজেলা বেতাগী বরগুনা)কে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল ৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে।

জানা যায়, চাঁদপুর গণগ্রন্থাগার কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতি সোমবার নির্দিষ্ট সময়ে বা সকালে ভ্রাম্যমাণ লাইব্রেরীটি বাবুরহাটস্থ শিশু পরিবারে কয়েক ঘণ্টা অবস্থান করতো। লাইব্রেরী থেকে শিশু পরিবারে থাকা শিক্ষার্থীরা বই নিয়ে পড়ে তা আবার ফেরত দিতো। এতে করে শিশু পরিবারে থাকা শিক্ষার্থীদের কিছুটা হলেও উপকারে আসতো। এই ভ্রাম্যমাণ লাইব্রেরীটি যত সময় শিশু পরিবারে থাকতো সেই সময়ে চালক শফিকও থাকতো। ফলে শিশু পরিবারের শিক্ষার্থীদের সাথে তার একটি সুসম্পর্ক গড়ে উঠে।

এই সুবাদে শফিক শিশু পরিবারের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীর সাথে সখ্যতা গড়ে। এক পর্যায়ে ঐ শিক্ষার্থীকে শহরের ভালো হোটেলে খাওয়ানোর প্রস্তাব দিয়ে তাকে শহরের পালকি আবাসিক হোটেলে নিয়ে যায়। প্রথমদিনই সে ওই আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। শুধু তাই নয়, ঐ শিক্ষার্থীকে বিবস্ত্র করে শফিক ভিডিও ধারণ করে এবং বিভিন্নভাবে ছবি তুলে রেখে দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীর অনুরোধে প্রথম দিন তাকে বাবুরহাট শিশু পরিবারে পৌঁছে দেয়।

ক’দিন পর শফিকুল পুনরায় বাবুরহাট শিশু পরিবারে গিয়ে ওই শিক্ষার্থীকে পূর্বে ধারণকৃত ছবি ও ভিডিও দেখিয়ে বলে আবারো একই আবাসিক হোটেলে যাওয়ার জন্যে। আর যদি সে না যায়, তাহলে তার কাছে থাকা ভিডিও ও ছবি ভাইরাল করে দেয়া হবে।

এমতাবস্থায় ঐ শিক্ষার্থী নিরূপায় হয়ে তার মাকে খবর দিয়ে শিশু পরিবারে এনে বলে, সে আর শিশু পরিবারে থাকবে না। যদি তার মা তাকে শিশু পরিবার থেকে না নেয় তাহলে সে গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করবে। এক পর্যায়ে শিক্ষার্থীর মা শিক্ষার্থীকে কেনো এখান থেকে নিয়ে যেতে হবে এই প্রশ্ন করলে পুনরায় সে আত্মহত্যার হুমকি দিলে তাকে মারধর করে তার মা।

মারধরের এক পর্যায়ে শিক্ষার্থী নিরূপায় হয়ে মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। এই ঘটনা শুনে শিক্ষার্থীর মা কৌশলে ভ্রাম্যমাণ লাইব্রেরীর ড্রাইভার শফিককে ডেকে আনে। শফিক ঐ শিক্ষার্থীর ডাকে সাড়া দিয়ে বাবুরহাট বাজার এলাকায় আসে। শফিক শিক্ষার্থীর কাছাকাছি এলেই ঘটনা আঁচ করতে পেরে দৌড়ে পাশর্^বর্তী এক বাড়িতে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করে বাবুরহাট শিশু পরিবার কতৃর্পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

বাবুরহাট শিশু পরিবারের কর্তৃপক্ষ চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের নির্দেশে এসআই শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ বলেন, এ ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়